Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় নকল ভেজাল ও নিন্ম মানের ঔষধ বিক্রি বন্ধে গ্রাম ডাক্তারদের শপথ

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: ‘নকল ভেজাল ও নিন্ম মানের ঔষধ বর্জন করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার সোসাইটির কলারোয়া পৌর শাখার নবগঠিত কমিটির অভিষেক ও দিন ব্যাপী চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার
(২৯ অক্টোবর) সকাল ১০ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ফার্মাশিয়া লিমিটেডের আয়োজনে নবগঠিত পৌর শাখা কমিটির অভিষেক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার সোসাইটি কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও রাসেল ফার্মেসির স্বাধিকারী ডাঃ কাজী শামসুর রহমান।

অনুষ্ঠানটির আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধান অতিথি কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা। ২২ সদস্য বিশিষ্ট গ্রাম ডাক্তারদের নবগঠিত এ পৌর শাখা কমিটির সদস্যদের ফুলেল শুভেচছা জানিয়ে বরন করে অতিথিরা।

গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার সোসাইটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফার্মাশিয়া লিমিটেডের সেলস্ ম্যানেজার মিঠুন কুমার ভৌমিক, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সাতক্ষীরা জেলা সভাপতি ডাঃ মিজানুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক ডাঃ হাসান সিদ্দিকী লাভু, সাংগঠনিক সম্পাদক ডাঃ মাসুম বিল্লাহ, বিসিডিএস সভাপতি ও আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি উপজেলা শাখার সভাপতি মোঃ শামসুর রহমান, পৌর শাখার সভাপতি রবীন্দ্রনাথ দাস, সাধারণ সম্পাদক ডাঃ আমানুল্লাহ আমান, সোনাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মামুন আর রশিদ, ডাঃ নাজমুল হোসাইন প্রমূখ।

অভিষেক অনুষ্ঠানের পরে ডাক্তারদের নিয়ে দিনব্যাপী মানুষের সু-চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে ফার্মাশিয়া লিমিটেড ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। এ সময় প্রজেক্টরের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য রেগ প্রতিরোধক ঔষধের ব্যবহার বিধি সহ গ্রাম্য ডাক্তারদের চিকিৎসা সেবার উপর বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্টরা দুই হাত তুলে ‘নকল ভেজাল ও নিন্ম মানের ঔষধ বর্জন করি’ এ মর্মে শপথ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version