নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা নিবন্ধিত প্রতিষ্ঠানসমৃহ এর সহযোগিতায় এ দিবসটি পালিত হয়।
‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মনসুর আহমেদ প্রমুখ। সভায় উপজেলার ১০ জন কৃতি প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে একটি র্যালি উপজলা সমাজসেবা কার্যালয় থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/