Site icon suprovatsatkhira.com

আলীপুরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে বিজিবি। গত রবিবার রাত রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়া এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি শর্টগান (পিস্তল), ৩ রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম মোঃ কামাল হোসেন (৩০)। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মোঃ শওকত আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন গাজীপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো: আহসান হাবিবের নেতৃত্বে টহলরত সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলীপুর ঢালীপাড়া এলাকা অভিযান চালায়। এসময় সেখান থেকে ১টি শর্টগান (পিস্তল), ৩ রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেল উদ্ধার করে বিজিবি।

সোমবার (৩ অক্টোবর) সকালে তাকে সাতক্ষীরা সদর থানায় পুলিশে সোপার্দ করা হয়েছে। এঘটনায় অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version