নিজস্ব প্রতিনিধি : “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২২ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও বিশিষ্ট জনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (০১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় শহরের তুফান কনভেনশন সেন্টার’র কনফারেন্স রুমে আরা সাতক্ষীরা’র আয়োজনে সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রবীণ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসেনর সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম প্রমুখ। আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরা সাতক্ষীরা’র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রফেসর আবু নছর, এটিএন বাংলা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ- দৌলা সাগর, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পল্টু বাশার, সিদ্দিকুর রহমান, আরা পরিচালিত প্রবীণ আবাসন কেন্দ্রের সদস্য আশরাফ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ইদ্রিস আলী।