অক্টোবর ৩০, ২০২২
সিডো সংস্থার আয়োজনে যুব সাংবাদিকদের মিডিয়া ফেলোশীপ ওরিয়েন্টেশন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় যুব সাংবাদিকদের অংশগ্রহনে মিডিয়া ফেলোশীপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরার বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় যুব সাংবাদিকতাকে উৎসাহিত করা লক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার বাটকেখালিস্থ সাতক্ষীরা ইয়ূথ হাবে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সম্পৃক্ত যুব সাংবাদিকদের ফেলোশীপ ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য দেন সিডো’র নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাস। প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশ’র ইন্সপেরিটর জিসান মাহমুদ এবং ওরিয়েন্টেশন প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী তহিদুজ্জামান তহিদ। বর্তমান পরিস্থিতিতে সরকারের কারিগরি শিক্ষা, যুব ও নারী বান্ধব স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন, স্থানীয় সরকার বাজেট ও স্বাস্থ্য সেবার প্রেক্ষাপট নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে সরকারী সেবার মান বৃদ্ধি করার লক্ষে ৫টি ক্যাটাগরীতে ১০জন সংবাদকর্মী ভাগ করা হয়েছে। প্রতিবেদন এর বিষয়সমূহ: যুব ও নারীবান্ধব স্বাস্থ্য সেবার চ্যালেঞ্জ, কারিগরি শিক্ষার প্রতিবন্ধকতা, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে যুব অর্ন্তভুক্তি ও চ্যালেঞ্জ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী ও যুব বান্ধব বাজেট পর্যালোচনা ও জলবায়ূ পরিবর্তন জনিত প্রভাব। ওরিয়েন্টেশনে অংশগ্রহন করেন এখন টেলিভিশন ও জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার উপ-সম্পাদক ও মুক্ত খবরের ফটো সাংবাদিক মো. মাজহারুল ইসলাম, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার ও বার্তা বাজারের সাতক্ষীরা প্রতিনিধি মীর খায়রুল আলম, দৈনিক ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, দৈনিক পত্রদূতের স্টাফ রিপোর্টার ইব্রাহীম খলিল, যুব সাংবাদিক শংকর মন্ডল, এসএম হাবিবুল হাসান, রুবেল হোসেন, মো: হোসেন আলি প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডো’র প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, আলতাপ হোসেন। 8,288,570 total views, 10,211 views today |
|
|
|