সাংবাদিকতা করতে গেলে বুকেরপাটা লাগে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে বুকে সাহস লাগে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের লড়াই করতে হয়। অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সাংবাদিকরা ন্যায় ও সত্য প্রকাশ করেন। সাংবাদিকরাই উন্নয়ন, অগ্রগতি তুলে ধরে জনমত গঠনে ভূমিকা রাখেন। নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষের শেষ আশ্রয়স্থল সাংবাদিক। শনিবার (১ অক্টোবর) সাতক্ষীরায় চ্যানেল আই-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
‘এবার আসছে ২৫’ প্রতিপাদ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরও বলেন, চ্যানেল আই সব সময় মা মাটি ও মানুষের কথা বলে। চ্যানেল আই নতুন নতুন অনুষ্ঠান সৃষ্টি করে। চ্যানেল আই কৃষকের ঈদ আনন্দ, ক্ষুদে গানরাজ, তৃতীয়মাত্রা, জীব বৈচিত্র, অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের কৃষি, শিল্প, বাণিজ্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থার উন্নতিতে ভূমিকা রেখে চলেছে। বক্তারা আরো বলেন চ্যানেল আই-এ গুনি সাংবাদিক শায়খ সিরাজ কৃষি উৎপাদনে এবং ছাদ বাগান তৈরীতে দেশের কোটি মানুষের মাঝে উৎসাহ যুগিয়েছেন। বক্তারা চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানান।
সভায় চ্যানেল আই দর্শক ফোরাম সাতক্ষীরার সভাপতি আনিসুর রহিম সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম ও সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন।
আরও বক্তব্য রাখেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সাবেক ফিফা রেফরি তৈয়ব হাসান বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ও বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফনান রোজ বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদ জোৎ¯œা দত্ত, উদীচী জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন, গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলী নুর খান বাবুল, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক আদ্রিস আলী, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আমিনা বিলকিল ময়না, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মহিদার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। বক্তারা আরো বলেন, মহান মক্তিযুদ্ধের চেতনা ও শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিকাশের মাধ্যমে চ্যানেল আই দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করেছে। চ্যানেল আই বাঙালি জাতীয় চেতনা বিকাশে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি কৃষি-ব্যবসা-বাণিজ্য প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। (প্রেসবিজ্ঞপ্তি)।