সাতক্ষীরায় নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি করেছে পরিবার। ৫ অক্টোবর সাতক্ষীরা সদর থানায় নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার পুত্র আব্দুল্লাহ এ সাধারণ ডায়েরি করেন। যার নং- ২৭৫। ডায়েরি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরের বৈচনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: সৈয়দ আলী মন্ডল গত ৪ অক্টোবর সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ নেওয়ার বাড়ি থেকে বের হয়।
এরপর রাতে আর বাড়ি ফেরেনি। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভব্য সকল আতœীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান না পেয়ে তার পুত্র সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যদি কোন ব্যক্তি ওই নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার সন্তান পেয়ে থাকেন তাহলে তারপুত্র আব্দুল্লাহ ০১৭৩৬ ৪৯১৬৬০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/