অক্টোবর ১০, ২০২২
সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র ৪র্থ কোয়ার্টার ফাইনালে আলিপুরকে ২-১ গোলে হারিয়ে বল্লী সেমিফাইনালে
মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের শিকড়ী ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের শিকড়ী ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, মো. কামরুল ইসলাম, ফারুক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তায়জুল ইসলাম, মীর হাবিবুর রহমান বিটু, যুবলীগ নেতা জুয়েল, ইউনিয়ন যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু, আবুল বাসার প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৪র্থ কোয়ার্টার ফাইনালে অংশ নেয় বল্লী ইউনিয়ন বনাম আলিপুর ইউনিয়ন। খেলার প্রথমার্ধে নির্ধারিত সময়ে আলিপুর ও বল্লী ১-১ গোলে লীড নেয়। দ্বিতীয়ার্ধের খেলায় বল্লী আরো ১টি গোল করে। ফলে ২-১ গোলে আলিপুর ইউনিয়নকে হারিয়ে বল্লী ইউনিয়ন দল জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রেফারী মো. নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন আব্দুল গফ্ফার ও নাজমুল হুদা। সোমবার দুপুর ২টার আগেই শিকড়ী ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। আগামী ১২/১০/২০২২ তারিখ সাতক্ষীরা স্টেডিয়ামে বিকাল ৩টায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ প্রথম সেমিফাইনাল খেলা। প্রথম সেমিফাইনালে অংশ নেবে ধুলিহর ইউনিয়ন বনাম ভোমরা ইউনিয়ন এবং একই মাঠে আগামী ১৩/১০/২০২২ তারিখ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ নেবে আগরদাঁড়ী ইউনিয়ন বনাম বল্লী ইউনিয়ন দল। দু’টি সেমিফাইনাল খেলা ও ফাইনাল খেলা উপভোগের জন্য এমপি রবি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ ফুটবল প্রেমী দর্শকসহ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। 8,769,979 total views, 1,702 views today |
|
|
|