নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তরিকুল ইসলাম। এ উপলক্ষে রবিবার (২ অক্টোবর) সাতক্ষীরায় আসছেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামে বিভিন্ন লটে মালামাল সরবরাহ ও ইনস্টলেশন সম্পন্নকরণের সঠিকতা এবং ২০২১-২২ অর্থ বছরে বিভিন্ন প্রশিক্ষণের সঠিকতা যাচাইয়ের জন্য খুলনা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান (হাই স্কুল ও মাদ্রাসা) পরিদর্শনের অংশ হিসেবে রবিবার সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এছাড়া আগামী ৩ অক্টোবর জেলা শিক্ষা অফিস, সাতক্ষীরা পরিদর্শন করবেন তিনি। এর বাইরে খুলনা বিভাগের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলেও জানা গেছে।