দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুর আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল গফুর সরদার, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আফসার আলী, প্রভাষক তবিবুর রহমান, বাংলা শিক্ষক ওমর ফারুক প্রমুখ। এসময় শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে প্রত্যেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসে এবং নিয়মিত ক্লাসের পড়া করছে কি না অভিভাবকদের তদারকি করার অনুরোধ জানানো হয়। এছাড়া প্রাপ্ত বয়সের আগে শিক্ষার্থীদের বাল্যবিবাহ না দেওয়া হয় সে বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।