অক্টোবর ৩০, ২০২২
শ্যামনগরে ভাইয়ের হাতে বড় ভাই খুন!
জি এম মাছুম বিল্লাহ, সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগরে পারিবারিক কলহের জেরে আপন মেজ ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত লোকমান হোসেন(৫৫) শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মুনছুর শেখের ছেলে। ঘাতক মোশারাফ শেখ(৫০) নিহতের আপন ছোট ভাই। প্রত্যক্ষদর্শী অনেকেই জানান,গোলাম মোস্তফার ইট ভাটা সংলগ্ন ব্রিজের উপর জটলা দেখে এগিয়ে যেয়ে দেখি নিহত লোকমান ভুট হয়ে পড়ে আছে। নিহতের স্ত্রী জানান, বাবা মাকে আমরা খাইতে দেই এটা তার পছন্দ না এটা নিয়ে প্রায় সময় ঝামেলা করত মোশারাফ।প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষে কুরআন তেলওয়াতের পর ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন লোকমান হোসেন । এসময় শামছুর পিছন দিক থেকে এসে দা দিয়ে কুপিয়ে হত্যা করে সহদর লোকমান হোসেনকে। 8,288,602 total views, 10,243 views today |
|
|
|