Site icon suprovatsatkhira.com

মৎস্যজীবী লীগের জেলা শাখার বর্ধিত সভা : তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার আহ্বান

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মৎস্য ভবনে জেলা মৎস্যজীবী লীগের আহŸায়ক মীর আজহার আলী শাহীন’র সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক শেখ তৌহিদ হাসানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মমতাজ খানম।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাইছুল কবির দিপু, খুলনা মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এড. ইব্রাহিম খলিল। সাতক্ষীরা জেলা মৎস্যজীবীলীগের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. জিললুর রহমান, আশাশুনি উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বিকাশ মন্ডলসহ শ্যামনগর, দেবহাটা, তালাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। বর্ধিত সভায় প্রধান অতিথি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার নির্দেশ দেন। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় ও জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রাখা ব্যক্তিরা জীবন বৃত্তান্তসহ দ্রæত সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার আহŸান জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version