Site icon suprovatsatkhira.com

মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন স্লুইস গেটে ভয়াবহ গর্ত: দুর্ঘটনার আশঙ্কা

জি এম মাছুম বিল্লাহ : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন স্লুইস গেটে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪ অক্টবার) সন্ধ্যায় এই গর্ত দেখা দেয়। সরজমিনে গিয়ে দেখা যায়, মুন্সিগঞ্জ থেকে কলবাড়ি যাওয়ার জনবহুল রাস্তার উপর নির্মিত স্লুইস গেটটির নিচের মাটি সরে গিয়ে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়। স্লুইস গেটটির একপাশ থেকে অন্য পাশে হালকা জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এখনি জোয়ারের পানি প্রতিহত না করতে পারলে যেকোন সময় বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন সচেতন মহল। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজার নবমী তিথিতে ভারী গাড়ীসহ হাজার হাজার দর্শনার্থীর এই পথ দিয়ে যাতয়াত করছে। স্থানীয় ফেরদৌস বলেন, গেটের উপর জায়গাটা খুব ছোট। পূজা দেখতে আসা অধিকাংশ দর্শনার্থীদের কাছে জায়গাটি অপরিচিত সেজন্য বিপদের আশঙ্কা করছি।হাতে টর্চ লাইট নিয়ে সাবধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরও সঙ্কা থেকেই যায়। পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মাছুদ রানা জানান, স্লুইস গেটে গর্তের বিষয়টি জেনেছি। ভারী গাড়িগুলো চলাচল অপাতত বন্ধ রাখা হয়েছে। আগামীকাল সংস্কার করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version