অক্টোবর ১০, ২০২২
মানুষ বেইমানি করলেও বাঁশির সুর আমার সাথে বেইমানি করিনি
![]() ফারুক হোসাইন রাজ, কলারোয়া: ফুটপথে কসমেটিক ব্যবসার মাঝে বাঁশি বাজিয়ে মানুষের কাছে বেশ পরিচিত ও ভালোবাসা অর্জন করেছে সাতক্ষীরা কলারোয়ায় মঞ্জরুল ইসলাম নামের এক যুবক। পলিথিনের ছাউনিতে ঘেরা তার ছোট্ট দোকানে আড় বাঁশির সুর শুনতে মানুষের ভীড় লেগেই থাকে এতে দোকানের বেচা-বিক্রিও বেশি হয়। তার বাঁশিতে পল্লীগীতি বাউল গান লোকগীতি দেশাত্মবোধক বাংলা হিন্দিসহ বিভিন্ন গানের বেদনা ও ভালোবাসার সুর তুলে মানুষকে মুগ্ধ করেন।
সোমবার (১০ অক্টোবর) সকালে এমন দৃশ্য দেখা যায় কলারোয়া থানা সংলগ্নের ফুটপথের কসমেটিক ব্যবসায়ী মঞ্জরুল ইসলামের দোকানে। মঞ্জরুল ইসলাম (৩৮) যশোর বাঘারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। ১১ বছর ধরে যশোর সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলের মেলা বা বিভিন্ন অনুষ্ঠানে ভ্রাম্যমাণ কসমেটিকসের ব্যবসা করেন।
এসময় তিনি আরো বলেন, প্রতিটি মানুষের উচিত তার প্রতিবেশীর খবর নেওয়া। তারা কিভাবে জীবন যাপন করছে এ বিষয়গুলো খেয়াল রাখা উচিত তাহলে কোনো প্রতিভা কখনো বিলুপ্ত বা ধ্বংস হয়ে যাবে না অসহায় পরিবারের পাশে দাঁড়ালে অবশ্যই সুপ্ত প্রতিভাগুলো একসময় বিকশিত হবে এবং দেশে ভাল অবদান রাখতে পারবে। 5,926,539 total views, 1,802 views today |
|
|
|