অক্টোবর ৩১, ২০২২
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ – বঙ্গবন্ধু’র বাংলাদেশ ১লা নভেম্বর জাতীয় যুবদিবস ।।এবারের প্রতিপাদ্য প্রশিক্ষতযুব, উন্নতদেশ-বঙ্গবন্ধু’র বাংলাদেশ
সুজলা সুফলা শস্য শ্যমলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যামে ১৯৭১ সালের ২৬ মার্চ আমরা অর্জন করি আমাদের বহুল প্রত্যাশিত স্বাধীনাতা। অগ্নিঝরা মার্চ এর সেই দিনগুলি প্রতিটি বাঙ্গালীকে অনুপ্রানিত করে নতুন করে শপথ নিয়ে দেশকে গড়ার, দেশের উন্নয়ন অগ্রগতির অগ্রযাত্রায় নিজেকে সম্পৃক্ত করার। আজ সময় এসেছে লক্ষ শহীদের রক্ত দিয়ে অর্জিত স্বাধীনাতকে অর্থবহ রুপ দেওয়ার। সময় এসেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সেনারবাংলা গড়ার। সেই সেনারবাংলা গড়ার জন্য প্রস্তুত আজকের যুব সমাজ। সম্প্রতি আইএলও প্রকাশিত ‘ট্যাকলিং দ্য কোভিড-১৯ ইয়ুথ এমপ্লয়মেন্ট ক্রাইসিস ইন এশিয়া এন্ড দ্য প্যাসিফিক’ শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়েছে- করোনারনে ‘লকডাউন প্রজন্ম’ তৈরি হয়েছে; যার প্রভাব দীর্ঘদিন থাকবে। করোনার তাৎক্ষণিক প্রভাবে লকডাউন এবং সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজ হারিয়েছে বহু যুবক। সমাজে এর প্রভাব দীর্ঘমেয়াদে থাকবে বলে আশঙ্কা করা হয়েছে। আইএলওর আশঙ্কা, করোনার প্রভাবে বাংলাদেশে যুব বেকারত্বের হার বেড়ে দ্বিগুণের বেশি হতে পারে। এ অবস্থায় সংস্থাটি এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে যুব বেকারত্ব সংকট নিরসনে এ অঞ্চলের সরকারগুলোর প্রতি জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ব্যাপক কর্মসংস্থান তৈরিতে নীতিনির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে। দেশের বেকার সমস্যা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি সরকারও উদ্বিগ্ন, এতে কোনো সন্দেহ নেই। বেকার সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয়; তবে সরকার ইতোমধ্যে যুব বেকারত্ব নিরসনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যুব বেকারত্বের বর্তমান অবস্থা: চাকুরী পাওয়া নিয়ে বর্তমান যুবদের ভাবনা: দেশে সরকারী চাকুরীর সুযোগ কতটুকু: দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা: যুব বেকারত্ব নিরসনে করনীয়: ১. কর্মমুখী শিক্ষার উপর গুরত্ব আরোপ: ২. শিল্পখাতের উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহন: ৩. অনগ্রসর এলাকার যুবদের জন্য বিশেষ প্রকল্প গ্রহন: ৪. তরুণ উদ্যোক্তাদের বিশেষ সুযোগ দান: ৫. পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা: ৬. চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভবনা কে কাজে লাগাতে হবে: লেখক: মো: আব্দুল কাদের, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল। তথ্যসূত্র: সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮, বিভিন্ন মন্ত্রনালয়ের ওয়েবসাইট, জাতীয় দৈনিক পত্রিকা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশনা সমূহ। 8,223,549 total views, 3,541 views today |
|
|
|