দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা জলমহাল ইজারা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, কুলিয়া ইউনিয়ন কর্মকর্তা কান্তি লাল, পার”লিয়া ইউনিয়ন কর্মকর্তা মনির”জ্জামান, সখিপুর ও দেবহাটা ইউনিয়ন কর্মকর্তা অর”ণ কুমার পাল, নওয়াপাড়া ইউনিয়ন কর্মকর্তা নাজমুল হাসান সহ অন্যান্য সদস্যরা।
এসময় সরকারি সম্পত্তি উদ্ধার ও সরকারি রাজস্ব আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদানের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।