অক্টোবর ২৭, ২০২২
‘তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরিতা বৃদ্ধি করছে’ সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
প্রাণবন্ত উপস্থিতি আর যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর করে সাতক্ষীরায় নবমবারের মতো অনুষ্ঠিত হলো দেশের সব চেয়ে বড় বিতর্ক আসর ‘বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা-২০২২’।
প্রতিযোগিতায় ফাইনাল ও সেমিফাইনাল রাউন্ডে অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, শাঁখরা কোমরপুর এ জি মাধ্যমিক বিদ্যালয় ও নবজীবন ইনস্টিটিউ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু, অধ্যাপক অলিউর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ পবিত্র মোহন দাস,অধ্যাপক আ.ন.ম. গাউছার রেজা, প্রভাষক মোমেনা খানম। প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সমকাল’র সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমকাল সুহ্নদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ। (প্রেস বিজ্ঞপ্তি)। 8,769,860 total views, 1,583 views today |
|
|
|