অক্টোবর ২৯, ২০২২
ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার ডাকাত
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মাস্টারমাইন্ড হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে কলারোয়া উপজেলার সোনা বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সাতক্ষীরা কলারোয়া উপজেলার বাসিন্দা। শনিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা র্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল আহমেদ জানান, গত বছরের ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার বাবুলিয়া বাজারের পাশে আক্তারুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে। এসময় তার চোখে কাল কাপড় বেধে মৃত্যুর ভয় দেখিয়ে তার নিকট থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এই মামলার অন্যতম আসামী ও ডাকাত দলের মাস্টামাইন্ড হাফিজুল ইসলামকে শুক্রবার রাতে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত দলের মাস্টার মাইন্ড হাফিজুল ইসলামকে সাতক্ষীরা জেলার সিআইডি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে আরো জানান র্যাবের এই কর্মকর্তা। 5,926,324 total views, 1,587 views today |
|
|
|