অক্টোবর ৬, ২০২২
ডিফেন্ডার মাছুরা পারভীনকে কলারোয়ায় সংবর্ধনা প্রদান
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীন ও তার পরিবারকে সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন তালা-কলারোয়া সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় মাছুরা পারভীনের হাতে উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ১০ হাজার টাকা উপহার তুলে দেয়া হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, আলাইপুরের দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা মাছুরা পারভীনের বাবার নিজস্ব জমি বা ঘর নেই। যেহেতু মাসুরা পারভীন আলাইপুর গ্রামের ভোটার এজন্য সে যাতে তার বাবা মাকে নিয়ে নিজের স্থায়ী ঠিকানায় বসবাস করে কলারোয়ার বাসিন্দা বলে পরিচয় দিয়ে বসবাস করতে পারে তার জন্য সম্মিলিত প্রচেষ্টায় ঘর নির্মাণ করা হবে বলে জানান। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাস্টার শেখ শাহাজান আলী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী বিপি আবির শেখ সোহেল রানা মোয়াজ্জেম হোসেন, বিশাখা তপন সাহা সহ পৌরসভার কাউন্সিলর, ইউপি সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ। 8,174,323 total views, 15,108 views today |
|
|
|