অক্টোবর ৭, ২০২২
টিকেট টু ব্যাংদহা নির্মাণাধীন কার্পেটিং সড়কের উদ্বোধন করলেন এমপি রুহুল হক
দেবহাটা প্রতিনিধি : নির্বাচনী এলাকা দেবহাটা উপজেলা থেকে আশাশুনী নির্মানাধীন কার্পেটিং সড়কের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। শুক্রবার বিকাল ৫টায় তিনি ওই সড়কটির নির্মানকাজ উদ্বোধন ও নামফলক উন্মোচণ করেন। খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ২ কোটি ২২ লাখ টাকা ব্যায়ে দেবহাটা উপজেলার টিকেট থেকে আশাশুনী উপজেলার ব্যাংদহা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দৈঘ্যের কার্পেটিং রাস্তাটি নির্মিত হচ্ছে। উদ্বোধনকালে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, এমপি’র ব্যাক্তিগত সহকারী শাহীন বিশ্বাস, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী ওমর, আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ সরকার, বিধান বর্মন, আজহারুল ইসলাম, দিলীপ কুমার, যুবলীগ নেতা বিজয় ঘোষ, রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান ট্রেড ভক্স ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী আনিছুর রহমান খান, ইউপি সদস্য প্রভাষ চন্দ্র, মোশারফ হোসেন, জাহিদুর রহমান জুয়েল, আব্দুল হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 8,185,147 total views, 7,508 views today |
|
|
|