অক্টোবর ৩০, ২০২২
জেলা তথ্য অফিসের আয়োজনে তেঁতুলিয়ায় মহিলা সমাবেশ
![]() প্রেস বিজ্ঞপ্তি : জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে রবিবার সকাল ১১টায় তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, করোনা ভাইরাস পরিস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন পরিকল্পনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার, গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এম এম আবুল কালাম আজাদ- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস। স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারি তথ্য অফিসার, মোঃ রমজান আলী। মহিলা সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান, মুরশীদা পারভীন পাঁপড়ী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নাজমুন নাহার। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপি সদস্য বাবু সংকর কুমার দাসসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান এবং মহিলা সমাবেশ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে তেঁতুলিয়া ইউনিয়নে বিভিন্ন গ্রামের আড়াই শতাধিক নারী অংশ নেন। 5,915,953 total views, 515 views today |
|
|
|