অক্টোবর ৩, ২০২২
গয়েশপুর জমি জায়গার সংক্রান্ত বিষয়ে মারামারি আহত ১
নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলা ভূমরা ইউনিযনের গয়েশপুর গ্রামে ৮ নং ওয়ার্ডে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন গয়েশপুর গ্রামের মৃত আঃ বারী শাহ্ পুত্র আবু বকর সিদ্দিক(২১) শনিবার (১ লা অক্টোবর) বেলা ১২ টার সময় গয়েশপুর গ্রামের মৃত আঃ বারীর পুত্র হবিবারের বাড়ীর সামনে রাস্তার উপর মারামারি সংঘটিত হয়। ঘটনা সম্পর্কে গয়েশপুর গ্রামে মৃত আব্দুল বারীর পুত্র আহত আবু বক্কর সিদ্দিক বলেন দীর্ঘদিন যাবৎ জমি জায়গার সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে গোলমাল চলছিল তারই জের ধরে এই মারামারি হয়। গয়েশপুর ৩৩ নং মৌজার ১৬১ খতিয়ানের ১৬৪৮ দাগের মোট সম্পতির পরিমাণ ১৬ শতক এর মধ্যে মৃত্যু আঃ বারীর পুত্র আবু বকর সিদ্দিক ৬ শতক ও আয়ুব আলী ১০ শতক জমি মালিক পরবর্তীতে আয়ুব আলী ৫ শতক জমি বিক্রি করে মৃত আঃ বারীর পুত্র হাবিবর শাহ্ ও হাসান এর কাছে ৫ শতক জমি বিক্রি করে। গ্রামে সকলের কাছে পরিচিত মামলা বাজ ও সন্ত্রাস জমি খাদক হাবিবর শাহ্ জমি দখল দেয়না । জমি সংক্রান্ত বিষয়ে ২৮/৮/২২ তারিখে বিরোধ জমি ও যাতায়াতের রাস্তার বিষয়ে ইউপি চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত শালিস বৈঠক হয়। তাহাতে সিন্ধান্ত হয় জমির ওপর দুইটি নিম গাছ কাটার বিষয়ে কিন্তু হাবিবর শাহ্ সেটা না কেটে বিভিন্ন ভাবে হয়রানি করছে। কিছুদিন পরে হবিবর শাহ্ বলেন আমার বাড়ীর ছাদের উপর বিদ্যুতের তার সরাতে হবে তা না হলে আমি গাছ কাটবো না বলে দাবি করে। আমি বিদ্যুতের অফিসে লোক দিয়ে তার সারানোর জন্য রাস্তার উপর বাঁশের খুঁটি বসাতে গেলে মৃত আঃ বারীর পুত্র হাবিবর শাহ্ তার স্ত্রী সালেহা পুত্র সেলিম সহ দলবদ্ধভাবে লোহার রড লাঠি দিয়ে আমার মাথায় ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে আমাকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি আছি মাথায় পাঁচটা সেলাই করা হয়েছে বলে তিনি জানান। ঘটনা সম্পর্কে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা অনেক চেষ্টা করেছি বিষয়টি সমাধান করার জন্য কিন্তু সমাধান হয়নি বলে তিনি জানান। এ বিষয়ে ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মুঠোফোনে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন অনেকবার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছি কিন্তু মৃত আব্দুল বারী শাহ্ পুত্র হবিবর শাহ্ ও তার পুত্র সেলিম বিষয়টি সমাধান করলেও মেনে নেয় না বলে তিনি জানান। 8,232,454 total views, 12,446 views today |
|
|
|