অক্টোবর ৩০, ২০২২
গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করনের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রাম পুলিশ বাহিনী জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ- সভাপতি শেখ আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক শেফালী পারভীন, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন, কলারোয়া উপজেলাসহ সভাপতি এবাদুল ইসলাম, কলারোয়া উপজেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম প্রমুখ। এসময় জেলা ও উপজেলার সকল ইউনিয়নের জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সদস্যগন উপস্থিত ছিলেন। মানবন্ধনে বক্তারা বলেন, ১৯৭৫ সালের বঙ্গবন্ধুর জারিকৃত প্রজ্ঞাপন আলোকে গ্রাম পুলিশ বাহিনীকে দ্রæত জাতীয়করন করতে হবে। এছাড়া ১৯৭৬ সালে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু পরিপত্র প্রেরন করা হলেও ৫০ বছরেও তা বাস্তবায়ন করা হয়নি। মানববন্ধনে বক্তারা আরো বলেন, সীমিত বেতনে তারা মানবেতর জীবনযাপন করছে। নিম্ন বেতনে নিজ সন্তানদের লেখাপড়া করা ও পরিবারের চাহিদা পুরনে ব্যর্থ হয়েছি। অসহায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরী জাতীয়করণ করে পরিবারের সদস্যদের পাশে দাড়ানোর আহবান জানান। 8,767,023 total views, 7,583 views today |
|
|
|