Site icon suprovatsatkhira.com

গুড় পুকুর মেলার বর্ধিত সময়ে ছিড়ে পড়ল নাগরদোলা আহত তিন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার গুড় পুকুরের মেলায় বসানো নাগরদোলা ছিড়ে ৩ জন আহত হয়েছেন। বৃহস্প্রতিবার রাত ৮ টার দিকে এঘটনা ঘটে। জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নির্দিষ্ট সময়ের জন্য গুড়পুকুরের মেলা বসে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর মেলা শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে মেলার শেষ হওয়ার সময় আরও দুই সপ্তহ বৃদ্ধি করা হয়। ইজারা গ্রহীতা হিসাবে জনৈক মানিক শিকদার মেলাটি পরিচালনা করে আসছেন। তিনি বেশী লাভের লোভে শিশুদের বিনোদনের জন্য মেলায় পুরাতন নগরদোলা স্থাপন করেন। রাতে মেলার বর্ধিত সময়ে ঘূর্ণিয়মান নাগরদোলাটি উপর থেকে ছিড়ে নিচে পড়ে। এতে ৩ জন আহত হয়।

প্রতাক্ষদর্শীরা জানান, গুড়পুকুরের মেলায় গত কয়েক বছর পূর্বের পুরাতন মরিচা ধরা নাগরদোলাটি প্রতিদিন ঘুরতে ঘুরতে কার্যক্ষমতা হরিয়েছে। নাগর দোলার মরিচাধরা নাট বল্টু আর দুর্বল রশি ভার বহনে অক্ষম হওয়ায় মূলত সেটি ছিড়ে পড়েছে।

এবিষয়ে মেলা পরিচালনাকারি মানিক শিকদার মোবাইল ফোনে জানান, নাগরদোলা ছিড়ে ৩ জন আহত হলেও তাদের আঘাতটি গুরতর নয়। নরম মাটিতে নাগর দোলার খুঁটি দেবে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স ম কাইউম জানান,শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বসানো নাগরদোলায় তেমন লোকসমাগম ছিলনা। রাত সাড়ে সাতটার দিকে ঘূর্ণায়মান নাগরদোলাটির ১টি বক্স ছিড়ে মাটিতে পড়ে। এতে ৩ জন আহত হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version