অক্টোবর ১০, ২০২২
কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ধর্মীয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
![]() নিজস্ব প্রতিনিধি: বিশ্বনবী হযরত মোহাম্মদ ( সঃ) এর জন্মবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে বিশাল ধর্মীয় র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে এক বিশাল ধর্মীয় র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিকিৎসক হাবিবুল্লাহ বাহার। কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা আকরাম হুসাইন। 5,925,479 total views, 742 views today |
|
|
|