নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টা থেকে ‘‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’’ ও ‘‘বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
প্রথমে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত সভায় উপজেলা কমিশনার (ভূমি) রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় তিনি বলেন, হাত ধোয়াকে জীবনযাপনের অংশ করে নেয়া অর্থাৎ অভ্যস্ত করানোর লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষকে সচেতন করতে হবে। হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কুশুলিয়া ইউপি’র সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আকলিমা খাতুন মিতা প্রমুখ।