অক্টোবর ২৭, ২০২২
কামালনগর কবরস্থানের জমি ক্রয়ের জন্য ইমাম, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে পরামর্শ সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কামালনগর কবরস্থানের জমি ক্রয়ের জন্য সম্মানিত ইমাম, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার’র কনফারেন্স রুমে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র আহŸানে ও সভাপতিত্বে পরামর্শ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম প্রমুখ। এসময় সম্মানিত ইমামদের মধ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সুলতানপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল খালেক, সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, ইমাম মাওলানা মাহমুদুল হাসান, সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল্লাহ, মুফতি নুরুল্লাহ, কামালনগর ডিপ বায়তুন নাজাত জামে মসজিদের পেশ ইমাম মুফতি আমির হোসেন প্রমুখ। পরামর্শ সভায় জনপ্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক-উদ-দৌলা সাগর, শেখ আনোয়ার হোসেন মিলন, মো. কায়ছারুজ্জামান হিমেল, শফিকুল আলম বাবু, মারুফ হাসান ও আইনুল ইসলাম নান্টা প্রমুখ। শুভাকাঙ্খী হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর আওয়ামী লীগ নেতা মো. কামরুল ইসলাম প্রমুখ। কামালনগর কবরস্থানের জমি ক্রয়ের জন্য আয়োজিত পরামর্শ সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও সমাজের বিত্তবানসহ সকলের প্রতি কবরস্থানের জন্য জমি ক্রয়ের অর্থ দানের এগিয়ে আসার আহবান জানানো হয় এবং সেই সাথে সকল ইমামদের মাধ্যমে মসজিদে জুমআ নামাজসহ বিভিন্ন ওয়াক্তীয় নামাজে রশিদের মাধ্যমে অর্থ দানের জন্য মুসুল্লীদের জানানোর আহবান জানানোর উদ্যোগ গ্রহণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুলতানপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল খালেক। এসময় বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের ইমান মাওলানা ইয়াছিন আলম খান। 8,765,147 total views, 5,707 views today |
|
|
|