অক্টোবর ২, ২০২২
কলারোয়ায় চন্দনপুরে নানা বাড়ী বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরা কলারোয়ার চন্দনপুরে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাছসিনা খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ অক্টবার) দুপুর ২ টার দিকে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার নানা আব্দুল মান্নান। শিশুটি সাতক্ষীরা সদর উপজেলার মকন্দপুর গ্রামের নাজমুল সরদারের মেয়ে তাছসিনা (৮), নানার বাড়ী কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামে। শিশুর নানা আব্দুল মান্নান বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে গত তিন দিন হলো মেয়ে ও নাতনি এসেছে। দুপুরে বাড়ির পাশে গোলাম হোসেনের শানের পুকুরে গোসল করতে গেলে নাতনিকে গোসল করিয়ে সিঁড়িতে রেখে অন্য সকলে গেসল করতে নামে। পরে নাতনিকে সিঁড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। শিশু তাছসিনের বাবার বাড়ির মকন্দপুর পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানান।
চন্দনপুর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্লাহ বলেন, অসাবধানতার কারণে পুকুরের পানিতে ডুবে তাছসিনের মত শিশুকে অকালে ঝরে যেতে হলো এ থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত, আর যেন এমন ঘটনা না ঘটে। 8,275,659 total views, 10,088 views today |
|
|
|