অক্টোবর ১, ২০২২
এ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে বেসরকারি হাসপাতাল এ্যাপোলোর বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শেষে দুর্নীতি অনিয়মের সত্যতা মিললেও এখনও পর্যন্ত ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ্যাপোলো হাসপাতালের নিবন্ধন নবায়ন না থাকা, এনেস্থেশিয়া ডাক্তারের পরিবর্তে হাতুড়ে ডাক্তার দিয়ে ইনজেকশন পুশ করা, ক্লিনিকের পরিচালকের ডাক্তার লেখার অনুমতি না থাকলেও ডাক্তার লেখা, হাসপাতালের অনুমোদনের চেয়ে বেডের সংখ্যা বেশি, এমবিবিএস ডাক্তার এবং ডিপ্লোমা নার্স না থাকাসহ নানাবিধ অভিযোগের প্রমাণ পেলেও তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পেয়েও ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। এতগুলো অভিযোগ থাকা সত্তে¡ও বর্তমানে বহাল তবিয়তে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেসরকারি হাসপাতালটি সরজমিনে তদন্ত করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত। এসময় তদন্ত শেষে হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা সাংবাদিকদের জানালেও ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য বিভাগ। তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কাছে প্রেরণ করলেও বিভাগীয় ভাবে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, ‘আমরা তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন’। 8,232,337 total views, 12,329 views today |
|
|
|