অক্টোবর ১০, ২০২২
আশাশুনিতে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন: প্লাবনের আশঙ্কা
সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে আনুলিয়া ইউনিয়নের বিছট ও প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামে খোলপেটুয়া নদী ও কপোতাক্ষ নদের তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধের সংস্কার কাজ চলমান অবস্থায় বসতবাড়ি সংলগ্ন বেড়িবাঁধ হঠাৎ করে নদীগর্ভে ধসে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
অব্যাহত ভাঙনে প্লাবনের শঙ্কায় নির্ঘুম রাত কাটছে দুই ইউনিয়নবাসীর। রিং বাঁধ ও বালির বস্তা দিয়ে ভাঙন রোধে কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
এছাড়া প্রতাপনগরের রুইয়ারবিল গ্রামে স্থানীয় নওয়াব আলী সরদারের মৎস্য ঘের সংলগ্ন এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত রবিবার প্রায় ২০০ ফুট বেড়িবাঁধ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি রুহুল কুদ্দুস ও হাজী দাউদ ঢালী এ প্রতিবেদককে জানান ঠিকাদারদের গাফিলতির কারণে আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হয়ে চলেছি। টেঁকসই স্থায়ী বাঁধ নির্মাণ করে দক্ষিণাঞ্চলের দুর্ভোগ কমাতে ঊর্ধ্বতন আশু হস্তক্ষেপ কামনা করেন তারা। 8,256,053 total views, 4,962 views today |
|
|
|