নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে দুইদিন ব্যাপী পরামর্শ ফি ছাড়াই বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে ও শোভনালী ইউনিয়নের বালিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিলিয়েনা ফন্ডস্ নেদারল্যান্ডস্ এর অর্থায়নে ও আইডিয়াল এর বাস্তবায়নে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আইডিয়াল এর প্রাইড প্রকল্পের আওতায় প্রকল্পের নির্ধারিত ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে পরামর্শ ফি ছাড়াই বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট সৌমিক বিশ্বাস(ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, সিআরপি) এসব শিশুর পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এর সচিব ও প্রকল্পের সুপাভাইজর সুব্রত বাছাড়।