অক্টোবর ৩, ২০২২
অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে: ডা. রুহুল হক এমপি
সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন- দেশের অশুভ শক্তিকে বিনাশ করে মঙ্গলময় শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে। অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশ অনন্য নজির স্থাপন করে আছে। এখানে সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করে থাকে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের গুনে। সোমবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আশাশুনির বিভিন্ন পূজা মÐপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন- স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তাই আপনাদের শক্তির দেবী দুর্গার পূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেক মÐপে সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এরপরও যদি কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটায় তবে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। পূজা পরিক্রমায় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভূজিৎ মÐল, ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড়, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীল কণ্ঠ সোম, সাধারণ রণজিৎ বৈদ্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুবোধ চক্রবর্তী, সেক্রেটারি দিপক মÐল সহ আওয়ামীলীগ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। এদিন সাংসদ রুহুল হক আশাশুনি সদর, হাঁড়িভাঙ্গা, গোয়ালডাঙ্গা, মহেশ্বরকাটি, বুধহাটা কাছারিবাড়ি ও বদরতলা পূজামÐপ পরিদর্শন করেন এবং উপজেলার ১০৮টি পূজায় ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ করেন। 8,587,659 total views, 4,345 views today |
|
|
|