সেপ্টেম্বর ৪, ২০২২
সাতক্ষীরায় য²ারোগ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : ‘বিনিয়োগ করি য²া নির্মূলে, জীবন বাচাই সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় য²ারোগ প্রতিরোধে রোগী শনাক্তকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে নাটাবের আয়োজনে এ মতবিনিময় সভায় দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. ত্রিনেত্র ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, ৭১ টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়ন ও সঞ্চালনায় ছিলেন নাটাব কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি তরুণ কুমার বিশ্বাস। এসময় বক্তারা বলেন, বাংলাদেশে য²া রোগির সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার। এর মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৯৪২ জনকে। জাতীয় য²া নিয়ন্ত্রন কর্মসূচির মূল লক্ষ্য বাংলাদেশকে য²া মুক্তকরা এবং দেশ থেকে য²ারোগে আক্রান্ত রোগির সংখ্যা মৃত্যুর হার ও সংক্রামন এমন পর্যায়ে নামিয়ে আনা যেন দেশে য²া জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিদ্যমান না থাকে। য²ারোগের ক্ষেত্রে মনে রাখতে হবে য²া একটি জীবানু ঘঠিত সংক্রমক রোগ। এক নাগাড়ে দু সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি থাকলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে, রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে য²া সম্পূর্ণ ভালো হয়। হাঁসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে। পরিবারে একজন য²া রোগী থাকলে পরিবারের অন্যদেরও বিশেষ করে শিশু এবং প্রাপ্ত বয়ষ্কদের যদি এক সপ্তাহ যাবত কাশি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। 8,766,091 total views, 6,651 views today |
|
|
|