সেপ্টেম্বর ৩, ২০২২
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনাকালে গ্রেপ্তারকৃত তিনজন জেল হাজতে
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী কাথÐা বাজারে নির্মানাধীন মসজিদ চত্বরে নাশকতার পলিল্পনার অভিযোগে গ্রেপ্তারকৃত তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতেই সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বাদি হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার কাথÐা কাপালীপাড়ার মৃত সুজাউদ্দিন মোড়লের ছেলে সাবেক ইউপি সদস্য ও জামায়াত নেতা জালালউদ্দিন মোড়ল। খলিলনগরের কালাচাদ সরদারের ছেলে রহিম সরদার ও বৈকারি গ্রামের স্বরুপ মোল¬ার ছেলে মোঃ জুলফিকার মোল¬া।
ঘটনা ও মামলার বিবরনে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদরের কাথÐা বাজারে মসজিদ সংস্কারের নামে গ্রেপ্তরকৃতসহ কয়েকজন জামায়াপতের নেতা কর্মী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পারিয়ে গেলেও জালালউদ্দিন, রহিম ও জুলফিকারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই উপপরিদর্শক ইসমাইল হোসেন বাদি হয়ে ৭ নং মামলা দায়ের করেন। 8,770,379 total views, 2,102 views today |
|
|
|