নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরায় আসছেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। শনিবার রাত ৯টায় সাতক্ষীরা সার্কিট হাউসে তার অবস্থান করার কথা রয়েছে। জেলা তথ্য অফিসের পাঠানো মন্ত্রীর সফর সূচি অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সফর সূচি অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা হতে সদর ও দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন। এতে দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ভার্চুয়ালি যুক্ত থাকবেন। পরে দুপুর ১টায় সাতক্ষীরা হতে সড়ক পথে খুলনা জেলার বটিয়াঘাটার উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন।