সেপ্টেম্বর ১৮, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় আরো এক আওয়ামী লীগ নেতার সাক্ষ্য গ্রহণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় আরো এক জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রবিবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মÐলের আদালতে জেলা আওয়ামী লীগের ত্রান ও পূর্নঃবাসন সম্পাদক অ্যাড. আজহারুল ইসলামের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এনিয়ে এ মামলায় আজ পর্যন্ত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। আদালতের কাঠগড়ায় এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ আসামী উপস্থিতি ছিলেন। সাতক্ষীরা আদালত সূত্রে জানা যায়, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় কারাগারে থাকা ৩৯ জন আসামীকে সকাল ৯ টায় জেলা কারাগার থেকে স্পেশাল টাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এরপর সকাল ৯ টা ২০ মিনিটে এ মামলার কার্যক্রম শুরু হয়। এ সময় সাক্ষী হিসেবে আওয়ামী লীগ নেতা অ্যাড. আজহারুল ইসলামকে হাজির করানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ। এ সময় তাকে সহায়তা করেন, সুপ্রীম কোর্টের সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ হোসেন, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি অ্যাড. ওকালত হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. আব্দুস সামাদ প্রমুখ।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক সভাপতি অ্যাড. জয়নুল আবেদীন এ সময় বলেন, এ মামলায় অনেক ত্রটি বিচ্যুতি রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ মামলায় বিবাদীগন ন্যায় বিচার পাবেন। 8,766,775 total views, 7,335 views today |
|
|
|