সেপ্টেম্বর ১১, ২০২২
নিন্মচাপ ও পূর্ণিমার প্রভাবে আশাশুনির নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি
সমীর রায়, আশাশুনি : বঙ্গপোসাগরে সৃষ্ট নিন্মচাপ ও পূর্ণিমার প্রভাবে আশাশুনির কপোতাক্ষ, খোলপেটুয়া, গলঘেষিয়া ও বেতনা নদীর জোয়ারের পানি অস্বাভাবিকভাবে ২/৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে পানি উন্নয়ন বোর্ডের অপেক্ষাকৃত নিচু বেড়িবাঁধ ছাপিয়ে বুধহাটা বাজার চান্নী সহ প্রতাপনগরের কুড়িকাহনিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকার লোকালয়ে পানি ঢুকেছে। নিন্মচাপের প্রভাবে আগামী ৪ দিন ভারী বর্ষণের পূর্বাভাসে জ্বরা-জীর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম শংকায় নদীতীরের মানুষ। রবিবার দুপুরে বেতনা নদীর জোয়ারের পানি বুধহাটা বাজারের লঞ্চঘাট দিয়ে ঢুকে মাছের বাজার ও পশুর হাট প্লাবিত হয়েছে। এছাড়া প্রতাপনগর ইউনিয়নের নাংলা, কুড়িকাহুনিয়া লঞ্চঘাট, হরিশখালি ভাঙ্গন পয়েন্ট ছাপিয়ে পানি লোকালয়ে প্রবেশ করলেও বড় ধরনের কোন ক্ষয় ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সংশ্লিষ্টরা।
আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদ, খোলপেটুয়া নদী, গলঘোষিয়া নদী ও বেতনা নদীর অধিকাংশ স্থানে নদী রক্ষা বাঁধ জরাজীর্ণ ও নিচু। নিন্মচাপের বৈরী আবহাওয়ায় ও পূর্ণিমা গোণের প্রভাবে ২/৩ ফুট জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে টানা বর্ষণের পাশাপাশি জলোচ্ছ্বাস হলেই উপজেলার জ্বরা জীর্ণ বেড়িবাঁধ গুলো ছাপিয়ে বা ভেঙে প্লাবনের শংকায় রয়েছে উপজেলা বাসী। 8,590,568 total views, 7,254 views today |
|
|
|