সেপ্টেম্বর ২৪, ২০২২
ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা আহত
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের ছোট ভাই সদর উপজেলা ছাত্রলীগ নেতা, ঢাকা কলাবাগান ক্লাবের অনূর্ধ্ব ১৪ সাবেক ক্রিকেটার এড. জাকির হোসেন শিমুল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ২৪ সেপ্টেম্বর দুপুরে ছয়ঘরিয়া অন্যরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেনের বড় ভাই জাহিদ হোসেনসহ স্থানীয়রা জানান, শনিবার দুপুরে তার ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহর অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে তার সামনে একটি ইজিবাইক ও অপরদিক থেকে আসা একটি ডাম্পার গাড়ীর মাঝখানে পড়ে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিলে তার অবস্থা বেগতিক দেখে সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সন্ধ্যায় সংবাদটি লেখা পর্যন্ত আহত ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানা গেছে। 8,856,080 total views, 3,352 views today |
|
|
|