জেলা বিএনপির আওতাধীন সাতক্ষীরা পৌরসভাসহ ৫টি ইউনিটের নব গঠিত কমিটি হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকালে ইটাগাছা এলাকায় নব গঠিত কালিগঞ্জ উপজেলা, সাতক্ষীরা সদর উপজেলা, সাতক্ষীরা পৌরসভা, দেবহাটা উপজেলা আশাশুনি উপজেলার আহবায়ক ও সদস্য সচিবের কাছে কমিটির তালিকা তুলে দেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান।
এসময় নব গঠিত সদর উপজেলার আহবায়ক এ্যাড. নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, কালিগঞ্জ উপজেলার আহবায়ক শেখ ইবাদুল ইসলাম, সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, দেবহাটা উপজেলার আহবায়ক মহিউদ্দীন সিদ্দীকি, সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম. আশাশুনি উপজেলার আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিনসহ যুগ্ম আহবায়ক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)।