সেপ্টেম্বর ২০, ২০২২
কলারোয়ায় ২৩ সেপ্টেম্বর থেকে ভোটারদের তথ্য সংগ্রহ শুরু
কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলায় চতুর্থ ধাপে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ জন সুপারভাইজার এবং ৯২ জন তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফরাজি বেনজির আহমেদ, কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ। কলারোয়া নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস বলেন, দ্বিতীয় ধাপে সারা দেশে ১৪০টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। চলতি বছরের কলারোয়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাড়িবাড়ি গিয়ে নিবন্ধন যোগ্য ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এর নিবন্ধন কার্যক্রম শুরু হবে ২৩ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত। এই কার্যক্রমে যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ সাল বা তার পূর্বে অথবা বিগত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য সংগ্রহ করা হবে। ১৮ বছর হলেই সরাসরি তাদের ভোটার তালিকাভুক্ত করা হবে। এছাড়াও ভোটার তালিকা হতে মৃত ভোটারের নামকর্তন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের কার্যক্রম চলমান থাকবে। সম্ভাব্য নতুন নিবন্ধনের হার ৭.৫% ১৫ হাজার ১৯৯ জন। এসময় তিনি আরো বলেন, যারা বিগত ভোটার তালিকা হালনাগাদের সময়ে ফরম পূরণ করেছেন এবং ছবি তুলেছেন এখনো জাতীয় পরিচয় পত্র পাননি তাদের নতুন করে ভোটার হওয়ার প্রয়োজন নেই। একাধিক স্থানে ভোটার হওয়া দÐনীয় অপরাধ এজন্য সঠিক তথ্য দিয়ে ভোটার হোন তথ্য সংগ্রহকারী কে সহায়তা করুন। ভোটার হওয়ার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে, ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ। শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)। পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)। 8,577,330 total views, 5,100 views today |
|
|
|