সেপ্টেম্বর ১০, ২০২২
উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময়
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে উপক‚ল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৫টায় উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিলনায়তনে প্রেসক্লাব সহ-সভাপতি এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা জলবায়ু এডভোকেসি ফোরাম, শ্যামনগর উপজেলা জলবায়ু এডভোকেসি ও শ্যামনগর ইয়ুথ ফোরামের যৌথ আয়োজনে বেসরকারি সংস্থা লিডার্সের সহযোগিতায় মতবিনিময় সভার আলোচনায় স্থান পায় শ্যামনগর উপক‚লবাসীর দুর্দশার চিত্র, সাতক্ষীরা জেলাকে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা, বাজেটে উপক‚লীয় রক্ষায় পর্যাপ্ত বরাদ্দ, স্থায়ী বা মজবুত বাঁধ নির্মাণ করা, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার স্থাপন, নিরাপদ সুপেয় খাবার পানি ব্যবস্থা করা, বেঁড়িবাধ সংস্কারে ব্যাপক অনিয়ম তদন্ত করে ব্যবস্থা করা, ভূগর্ভস্থ বালু উত্তোলন বন্ধ করা, লবণাক্ত পানি লোকালয়ে না আনা, বেঁড়িবাধ কর্তন না করা প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়। মতবিনিময় সভায় জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহŸায়ক আনিসুর রহিম, লিডার্স নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সেক্রেটারি আনিসুজ্জামান সুমন, সিনি. সাংবাদিক আবু সাঈদ, এম কামরুজ্জামান, জিএম মোহাম্মদ আলী, সামিউল মন্টি প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আরো জানানো হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছ¡াস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। দক্ষিণ-পশ্চিম উপক‚ল অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপক‚লের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম কাজ করে যাচ্ছে। গত কয়েক বছর আগে উপক‚লের নদ-নদীতে উচ্চ জোয়ারের প্রভাব এত প্রকট না থাকলেও সম্প্রতি উচ্চ জোয়ারের প্রভাবে উপক‚লের বেড়িবাঁধ ছাপিয়ে লবণ পানি লোকালয়ে প্রবেশ করে মানুষকে ঘর ছাড়া করেছে। খাদ্য, পানি সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণের সংকট প্রকট আকার ধারণ করেছে। এজন্য উপক‚ল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দরকার। সভায় উপক‚লের সংকটে করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনার পাশাপাশি জরুরী ভিত্তিতে উপক‚লে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির স্থায়ী সমাধান ও উপক‚লের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি তুলে ধরা হয়। টেকসই বেড়িবাঁধের জন্য সরকারী মহলে অনেক তদবির করেও এখনও তার সমাধান হয়নি। সম্প্রতি একনেকে ১৩, ১৪ এবং ১৫ নং পোল্ডারের জন্য আলাদা অনুমোদন হলেও তার কাজ এখনও শুরু হয়নি। এছাড়া দু’টি বাজেট দিয়ে গোটা উপক‚লের বেড়িবাঁধ তৈরি করাও সম্ভব নয়। চলতি বর্ষা মৌসুমে আবারও উপক‚লের ভয়াবহ ক্ষতির সম্ভাবনা বিরাজ করছে। উপক‚লের সংকট সমাধানে উপক‚লের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরী। এ ধরনের সমস্যা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ বিশেষ প্রয়োজন । 8,589,244 total views, 5,930 views today |
|
|
|