দেবহাটা প্রতিনিধি : সংবাদ প্রকাশের পর সেই ভিক্ষুক নারীর ঘর তৈরী করে দিতে চেয়েছেন মৃত্তিকা মানবিক ইউনিটের নেতৃবৃন্দরা। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার মাঘরী গ্রামে এসে ক্ষয়ক্ষতির পরিমান ও বর্তমান অবস্থান খোঁজ নেন সংগঠনের সদস্যরা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দেবহাটা ইউনিটের উপদেষ্টা হাবিবুর রহমান সবুজ, সংগঠনের আহবায়ক শাহরিয়ার শাকিব, সহ-সভাপতি মেহেদী হাসান শিমু ঘটনাস্থল পরিদর্শন করে পাঁকা ঘর নির্মানের আশ্বাস দেন।
উল্লেখ্য যে, টানা বৃষ্টির ফলে গত ১৩ সেপ্টেম্বর দেবহাটা উপজেলার মাঘরী গ্রামের মৃত আব্দুল জব্বার কারিগরের স্ত্রী ভিক্ষুক জোহরা বেগম (৬৫) বসতঘর ভেঙে যায়। এতে করে তাকে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে মৃত্তিকা মানবিক ইউনিটের সদস্যদের। পরে বিষয়টি নিয়ে সংগঠনের সদস্যদের আলোচনা শেষে প্রাথমিক বাজেট তৈরী করে ঘর নির্মানের জায়গা পরিদর্শনে আসেন নেতৃবৃন্দরা। জায়গা নির্ধারন সম্পন্ন হওয়ায় আগামী দুএকদিনের মধ্যে ওই অসহায় নারীর শান্তির নীড় তৈরীর কাজ শুরু হবে বলে জানান সংগঠনের আহবায়ক শাহরিয়ার শাকিব। তিনি আরো জানান, সংগঠনটি দেশী ও প্রবাসী ভাইদের সহযোগীতায় সেবার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন অসহায় মানুষের পাশে কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামীতে আরো বেশি সেবামূলক কাজ হাতে নেতা হবে বলেও জানান তিনি।