ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
তিনি জানান, স্ট্যাম্প এর দাম বেশি নেওয়া হচ্ছে কি’না বা রেজিস্ট্রি অফিসে সেবা নিতে এসে জনগণ কোনপ্রকার হয়রানির শিকার হচ্ছে কি’না এসব বিষয়ে নজরদারির জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। তবে স্ট্যাম্প এর দাম বেশি নেওয়ার বিষয়ে কোন সত্যতা পাওয়া যায়নি। তিনি আরো জানান, ‘জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে’।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/