Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচন সভা ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ই সেপ্টেম্বর, শনিবার দুপুর ১২ টায় পলাশপোলস্থ সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয়ে দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক আলহাজ¦ শহীদ স. ম আলাউদ্দীন, দৈনিক কাফেলা পত্রিকার সম্পাদক আব্দুল মোতালেব, সাপ্তাহিক দখিনায়ন পত্রিকার সম্পাদক মুফতি আব্দুর রহিম কচি, দৈনিক অনির্বাণ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহাসীন হোসেন বাবলু এবং দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান স্মরণে উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রয়াত সাংবাদিকদের মরণোত্তর ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম নূর ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ জাবের বিন হুসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের পাতার সাতক্ষীরা প্রতিনিধি এবং সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি এস এম মহিদার রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ যারা কীর্তিমান যারা আমাদের অহংকার তাদেরকে স্মরি বারংবার। আজকে যাদেরকে আমরা স্মরণ করছি তারা দূর দীপবাসিনী। অনন্তলোকে অসীমে তারা পাড়ি দিয়েছেন। আজ তারা প্রয়াত। সাধারণত স্মরণ সভায় কোন না কোনভাবে উচ্চারিত হয় প্রতিধ্বনিত হয় কষ্টের কথা। হৃদয়ের গহিনে যে কষ্ট অনুরণিত হয় তা শিরোনামহীন। শিরোনাম দিয়ে কোন কষ্টকে ব্যাখ্যা করা যায় না। যাওয়া আসা আবহমানকালের রীতি। এটাই শ্বাশত, এটাই চিরায়ত। সময়ের ধারাবহিকায় আমরা এগিয়ে যাচ্ছি মহাকালের দিকে। সময়ের বহমানতায় অনেক কিছু হারিয়ে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে শূন্যতা। শূন্যতা পূরণ হয় কিন্তু শূণ্যতা শেষ হয় না। এই যে ৬ জন সম্পাদক চলে গেলেন সম্পাদক দিয়ে হয়তো শূণ্যতা পূরণ হবে কিন্তু ৬ জন ব্যক্তির সেই শূণ্যতা পূরণ হবে না। আজকে যারা চলে গেছে তারা আপন আলোয় উদ্ভাসিত।”

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহম্মাদ আলী সুজন, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়ারেশ খান চৌধুরী, দৈনিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্জ্ব মুহাম্মদ দিদারুল ইসলাম, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইদ্রীস আলী এবং আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি মাসুদুর জামান সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, অর্থ সম্পাদক মীর আবু বক্কার, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন, সমাজকল্যান সম্পাদক শাহনেওয়াজ মাহমুদ রনি, তথ্য ও গবেষনা সম্পাদক শেখ হাসান গফুর, কার্যকরী সদস্য মোঃ মোশাররফ হোসেন, মোঃ আব্দুস সামাদ, মোঃ শহিদুল ইসলাম শহিদ, শেখ রেজাউল ইসলাম বাবলু, সাইফুল বারী সফু, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সরদার জিল্লুর রহমান, গাজী সুলতান আহমেদ, মোঃ অহিদুজ্জামান ।

সদস্য সাংবাদিক তৌহিদুল হক তৌহিদ, মোঃ আমিরুল ইসলাম, জি এম সোহরাব হোসেন, শেখ আব্দুল আলিম, মোঃ আনোয়ার হোসেন, জি এম মনিরুল ্ইসলাম, অধ্যক্ষ আব্দুল্লাহ, জাহিদ হাসান, সাইফুল আযম খান, মোঃ মনিরুজ্জামান, মোঃ কামাল উদ্দীন, জিয়াউর রহমান জিয়া, রজব আলী, গোলাম মোস্তফা, কাজী আরিফুল হক ভুলু, মোস্তাফিজুর রহমান, এস এম রজব আলী, আবীর হোসেন লিয়ন, আরিফ হোসেন, শফিকুল ইসলাম, এ্যাড সোহরাব হোসেন, মোহাম্মাদ সাহিদ, এস এম রবিউল ইসলাম, জি এম রেজাউল করিম, জাহিদ হোসাইন, ইছহাক আলী, রাকিবুল ইসলাম, আজমিরা সুলতানা পাখি, এস এম নাসির উদ্দীন, শেখ ফারুক, মনজুর কাদির, মনিরুজ্জামান মনি, রুহুল আমিন, রফিকুল ইসলাম, কে এম রেজাউল করিম, হাবিবুল্লাহ বাহার, তাপস সরকার, সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু, আতাউর রহমান, সৈয়দ মারুফ হোসেন, নির্মল কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত ৬ জন সম্পাদকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক কে এম আনিছুর রহমান। (প্রেস বিজ্ঞপ্তি)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version