প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আলোচনা সভার আয়োজন করে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানসহ সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা, নির্বাহী পরিচালক, অগ্রগতি সংস্থা, সাতক্ষীরা, জেলা সমন্বয়ক, টিআইবি, সাতক্ষীরা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন-২০০৯-এর বিভিন্ন ধারা, আইন প্রয়োগে সমস্যা, আইনটি প্রচারের বিভিন্ন কৌশল, দুর্নীতি প্রতিকার ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার, জেলা প্রশাসন, সাতক্ষীরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সাতক্ষীরা, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, সাতক্ষীরা প্রমুখ। এছাড়াও অর্ধ-শতাধিক প্রান্তিক নারী সভায় অংশগ্রহণ করেন।