নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলায় ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় (বালক) মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক) প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক সানজিদা খাতুন, ধলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম। উল্লেখ্য সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, কাবাডি, দাবা, সাতারসহ ৫ টি খেলার আয়োজন করে। খেলায় সদর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার ছাত্র, ছাত্রী অংশ নেয়। এর মধ্যে শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১ শূন্য গোলে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা থাকে। অলস বসে থাকলে শরীরে বিভিন্ন অসুস্থতা দেখা দিতে পারে। এছাড়া ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, খেজুডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ঈদ্রিস ও তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান।