সেপ্টেম্বর ১৭, ২০২২
সাতক্ষীরার ব্যাংদহের মরিচ্চাপ নদীতে এমপি রবি নৌকা বাইচ প্রতিযোগিতায় পুঁইজালা দল চ্যাম্পিয়ন
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এমপি রবি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সদরের ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদীতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র আয়োজনে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা তথ্য অফিসার মো জাহারুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জোড়দিয়া মর্ডাণ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, জাতীয় ক্রীড়াবিদ সেতারা জামান, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, ইউপি সদস্য মহাদেব ঘোষ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দিপ প্রমুখ। এমপি রবি নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ এ পুঁইজালা প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন এবং মশিডাঙ্গা দ্বিতীয় স্থান লাভ করে রানার্সআপ হয়। নৌকা বাইচ প্রতিযোগিতার পূর্বে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মরিচ্চাপ নদীতে স্কুল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে নৌকা বাইচ ও স্কুল সাঁতার প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিনোদন প্রিয় মানুষেরা দুপুর ২টা থেকে মরিচ্চাপ নদীর তীরবর্তী দু’পাড়ে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে ব্যাংদহা এলাকা।
ক্যাপশন : ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহে মরিচ্চাপ নদীতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র আয়োজনে এমপি রবি নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। 8,772,229 total views, 3,952 views today |
|
|
|