Site icon suprovatsatkhira.com

শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনিতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং

সমীর রায়, আশাশুনি : আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং দিয়েছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ¯েœআরা হোসেন।
সোমবার সকালে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় চত্বরে দায়িত্ব প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে আছে। কোন অপশক্তিকে আমাদের সাম্প্রদায়িক এ সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। তাই এবারের শারদীয় দুর্গোৎসবে উপজেলার ১০৮ পূজা মÐপের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণার্থী সহ মÐপে আগত জনসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে আপনাদের সর্বদা সচেষ্ট হতে হবে। কারও কোন সমস্যা হলে আমাকে ফোন করে জানাতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষক খাদিজা খাতুন ও সুজন মিত্র সহ উপজেলার সকল ইউনিয়নের পি.সি ও এ.পি.সি বৃন্দ।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ¯েœআরা হোসেন সাংবাদিকদের জানান- এবার পূজায় আমাদের সহ¯্রাধিক আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে যাচাই-বাছাই করে প্রশিক্ষণ প্রাপ্ত ৪৮৬ জনকে তাদের দায়িত্ব বুঝে দিয়েছি। অধিক গুরুত্বপূর্ণ ৪ টি মÐপের মধ্যে বড়দলের বুড়িয়া পূজা মÐপ, খাজরা বাজার পূজা মÐপ, পূর্ব কাদাকাটি ও টেংরাখালী পূজা মÐপের জন্য ৮ জন, ১৯ টি গুরুত্বপূর্ণ পূজা মÐপের জন্য ৬ জন ও সাধারন পূজা মÐপের জন্য ৪ জন প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যরা পূজার ৫ দিন ২৪ ঘন্টা ডিউটি করে যাবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version