সেপ্টেম্বর ২০, ২০২২
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক সাতক্ষীরার সুভাষ চৌধুরী আর নেই
সুপ্রভাত ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক সুভাষ চৌধুরী (৭৪)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সাতক্ষীরা শহরের কাটিয়া ধোপাপুকুর এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষীরার সাংবাদিকতার প্রবাদ পুরুষ সুভাষ চৌধুরীর কাছে হাতে খড়ি হয়েছে অনেক সাংবাদিকের। একাধারে তিনি ছিলেন একজন সফল শিক্ষক। সুভাষ চৌধুরী নিজ জীবদ্দশায় সাহসিকতার সঙ্গে সব ভয়ভীতি উপেক্ষা করে কেবলই লিখে গেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছিলেন এক বিশাল তথ্য ভাÐার। এজন্য ‘সাতক্ষীরার ডায়েরি’ নামে পরিচিতি ছিল তার। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গত ৩০ মে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হন এই প্রবীণ সাংবাদিক।
পারিবারিক সূত্র জানায়, হার্ট, কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গত কয়েক মাস যাবত শয্যাশায়ী হয়ে ছিলেন সাংবাদিক সুভাষ চৌধুরী। বাড়িতেই চলছিল তার চিকিৎসা। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সকলকে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এই প্রথিতযশা সাংবাদিক। আজ বুধবার বেলা ১১ টায় রসুলপুর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার একমাত্র ছেলে চন্দন চৌধুরী। তার আগে শ্রদ্ধা নিবেদনের জন্য সাংবাদিক সুভাষ চৌধুরীর মরদেহ সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে রাখা হবে 8,882,356 total views, 1,757 views today |
|
|
|