Site icon suprovatsatkhira.com

প্রতাপনগরে কারিতাস’র লবন সহিষ্ণু ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে খুলনা কারিতাস অঞ্চলের পক্ষ থেকে লবন সহিষ্ণু ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কারিতাস খুলনা অঞ্চলের আওতায় সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিকরণ (আইডিআরআর) প্রকল্পের মাধ্যমে কারিতাস জার্মানির আর্থিক সহায়তায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ চারা বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান বলেন, প্রতাপনগর ইউনিয়ন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং দুর্যোগ কবলিত ইউনিয়ন। নদী ভাঙনের ফলে লোনা পানিতে ডুবে প্রতাপনগর ইউনিয়ন আজ মরুভূমির মতো হয়েছে। কারিতাস বাংলাদেশ যে পরিবারগুলো কে যে গাছের চারা বিতরণ করছে তা এই এলাকার জন্য বহুল প্রত্যাশিত। তাই উচিত গাছের সঠিক পরিচর্যা ও রক্ষনাবেক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য এবং দুর্যোগের ক্ষতি কমিয়ে আনতে সহায়তা করা।
এসময় উপস্থিত ছিলেন কারিতাস খুলনা অঞ্চলের প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল সহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ১ টি করে মোট ৯ টি প্রদর্শনী প্লট ও প্রতিটি ওয়ার্ডে মোট ২০ টি পরিবারে মোট ১৮০ টি পরিবারের মাঝে ৫৮৯৫ টি লবণ সহনশীল ফলদ ও বনজ (কাঠের) গাছের চারা বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version